উপসংহার
-------------------
অশৌচ পালছে বোধ-
প্রায়শ্চিত্ত!
মৃত্যু যে বাকি আছে এখনো!
এহেন রাজরোগে শয্যাশায়ী প্রাণ,
প্রমাদ গুনছে সময়...
হবে আদ্য শ্রাদ্ধ সপিন্ডি করণ।
কীটনাশকের বোতলে মিনারেল ওয়াটারের বিজ্ঞাপনী ছবি
সততাও তুরুপের তাস, মোম পেন্সিল আঁকে,
নকল ঘাসের জলছবি।
এ বড় চেনা ছবি, রাজা রাজা খেলা -
রানীর হাতেই ঘরের চাবি।
ভাঙছে ব্রিজ... মরছে নীচ,
আকাশ রঙে ঢাকছে ক্ষত।
তবুও চোখ বাঁধা দাড়িপাল্লা! গাইছে গান...
" যায় যদি যাক প্রাণ! হিরকের রাজা ভগবান "
অশৌচ পালছে বোধ...
প্রায়শ্চিত্তে অনড় মেরুদন্ড,
এবার কাঠামো হোক বিসর্জন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন