পরিণাম
***★***
১
শুধু তোমাকে ছেড়ে যাবো বলেই
কার্তিক দা আমার প্রাণের দোসর।
দু জোড়া ঠোঁটে মহুল গন্ধ, রঙীন নেশা
বন্ধুত্বের মদ্যপ বন্ধন, বেপরোয়া বাক্য সমর্পণ।
নেশা চড়তে চড়তে ছুঁয়ে যায়
ভাতের হাড়ি, মায়ের পিঠ, বাবার গাল
ভুল নয় ঠিক নির্ভুল ভাবে
নিজেকে চড়িয়ে রাখি নিজের ওপর।
২
তোমাকে ভুলেছি কবেই, কতকাল
কার্তিক দা এখন ছায়া শরীর, স্মরণে তাকে জিইয়ে রাখি
আজ নেশাহীন জোৎস্নায় ভিজতে ভিজতে
অলীক স্বপ্নের মতো অতীত আসে,
মায়ের আদুরে গলা, বাবার গম্ভীর স্নেহ
পরিবার, ছেলেবেলা যেন জরাহীন রামরাজ্য।
এক অনুতাপ এসে ঘাড় ধাক্কা দেয়,
পচনশীল শরীর মৃত্যুভিক্ষা চায়, মুক্তি চায়
মুক্তি মেলেনা,
প্রতি মুহুর্তে এক মৃত্যুযন্ত্রণা ছুঁয়ে যায় প্রতিটা কোশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন