নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

জয়তী দাস





"সত্যের মুখোমুখি,,



যতটুকু বিনিময় হলো সারাদিন,
সবাই একই শিকড়ে ভিন্ন ডালে জুড়ে জুড়ে -

যা কিছু স্পষ্ট - ঠোঁট থেকে বেরিয়ে যাওয়া শব্দ
যা কিছু অসংগত সংলাপ- হঠাৎই গেলো মুছে !

অস্পষ্ট আলোয় দীঘির জল কালো হয়ে আসে-
চোখের সামনে প্রতিটা মলাট ছেঁড়া মনেহয়!
সাজানো পাপড়িগুলো ছড়িয়ে আছে; অনাবৃষ্টির মুক্তো ছটায়!

কয়েকশো বার প্রমাণ লোপাট করে বারবার আয়নার সামনে,
রুমালে মুছে নেওয়া যথেচ্ছাচারে শনাক্তকরণের দাগ!
লুকিয়ে পড়া দেহঘরে;সেজে ওঠা জমকালো পোশাকে-

বদলাবো ভাবতেই সেই কবিতা হতে চাই আজ,
কলমের কাছে আর্জি; স্পষ্ট হোক সেই অন্ধকার -

জীবনকে সত্যের মুখোমুখি কাঠগড়ায় টেনে আনতে ;
কঠোর কিছু শব্দের মুখোমুখি! কবিই দাঁড়াক -

কোন মন্তব্য নেই: