নির্লজ্জ উৎসব
____________
উৎসব এবার মাটিতেই হোক
মণ্ডপে যাবো না ,
মাটির ঠাকুর সাজিয়ে রেখেছ
ভগবান পাবোনা l
এখানে এখন হাহাকার শুধু
ঢাকের বাদ্যি বৃথা ,
অশক্ত বৃদ্ধা ধর্ষিতা সেও
লজ্জায় ঢাকি মাথা !
আমার ভায়েরা ইসলামপুরে
গুলি বুকে প্রাণ দিলো ,
দোষের মধ্যে তারা নাকি শুধু
শিক্ষক চেয়েছিলো !
আমার পুত্র ছোট্ট বিভাস
জন্মদিনের আগে ,
মস্ত বোমা উপহার পেলো
তবু কি লজ্জা জাগে ?
তবুও আমরা উৎসব করি
উল্লাসে দিই তালি ,
বিবেক তবুও জাগছে না দেখো
মায়ের বুক যে খালি।
নিউজের সাথে ডিনার করি ,
টুথপিকে দাঁত খোঁচায় ,
বলি , "গোল্লায় গেলো দেশটা আহা !
কে যে এখন বাঁচায় ? "
পুজোয় পড়ি নতুন কাপড়
একটুও নেই লাজ ,
আসল দুর্গা রক্তে ভাসে
মডেলের দশভূজা সাজ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন