অলক্ষ্মী "গয়নার বাক্স"
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,
আজ ধরণীর শান্তির সাদা আকাশ ছেয়ে গেছে ;
অশনি সংকেতের শোকাকালো স্তরিত মেঘের গোছে।
সূক্ষ্ম অনাচার চতুর্দিকে, রক্তিম খুনোখুনি,
নারী বধূ নির্যাতন ;
কামুক অসুরেরাও করিছে, আলো আঁধারির
ধরা'তে মা'দের ধর্ষণ।
হে ঈশ্বর !!
তুমি ধরণীতে ফেরো, ফেরিরূপে মনিহারির বেশে,
চুনি হীরা পান্নার বহুমূল্য,
অশুভ শক্তি'র রত্ন পূর্ণ বাক্সে ;
লয়ে কাঁধে,,,,
অচিন সাগরে করো কালের বিসর্জন ;
অলক্ষ্মী "গয়নার বাক্স",,,,
পিছুটানে নাহি পাক পুনরুজ্জীবন।
অশনি সংকেতের শোকাকালো স্তরিত মেঘের গোছে।
সূক্ষ্ম অনাচার চতুর্দিকে, রক্তিম খুনোখুনি,
নারী বধূ নির্যাতন ;
কামুক অসুরেরাও করিছে, আলো আঁধারির
ধরা'তে মা'দের ধর্ষণ।
হে ঈশ্বর !!
তুমি ধরণীতে ফেরো, ফেরিরূপে মনিহারির বেশে,
চুনি হীরা পান্নার বহুমূল্য,
অশুভ শক্তি'র রত্ন পূর্ণ বাক্সে ;
লয়ে কাঁধে,,,,
অচিন সাগরে করো কালের বিসর্জন ;
অলক্ষ্মী "গয়নার বাক্স",,,,
পিছুটানে নাহি পাক পুনরুজ্জীবন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন