জতুগৃহে
*******
ঝলসে গেছে কলজেটা তোর
রাজনীতি-বোম বিস্ফোরণে
খবর তো নয়, খাবার তো সব
মশলা একটু দিস্ ফোড়নে।
আমরা-ওরা দামড়া বুড়ো,
চাল চেলে যায় দাবার ঘুঁটি
আকাশপানে নিথর চেয়ে
বছর সাতের ও-চোখ দুটি...
ছুঁড়ছি কাদা এর মুখে ও
মাতছি সবাই তরজা গানেই
ঘুম ভাঙলে দেখব যেদিন
সাবধানতার দরজাটা নেই
সেদিনও কি খুলবে রে চোখ?
বিবেক সেদিন জাগবে কি হে?
আমরা কিন্তু করছি যাপন
জীবনটা এই জতুগৃহে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন