নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

আবুবকর সরকার







সাহস আছে প্রাণে!
 ****************



তুমি যেমনি হোও,  উচ্চবিত্ত, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, কুলি, মজুর, পড়ুয়া, ছোট বা বড়, অবশ্যই অবশ্যই তোমার পছন্দের কেউ এক জন আছেই তোমার প্রাণে।
.
আর সে যেমনি হোক, তোমার সহপাঠী, অফিসে কাজ করা কলিগ, আশপাশের কেউ, চেনাজানা বা অচেনা কেউ। দেখতে সে যেমনি হোক কালো, ফর্সা, শ্যামলা। অবস্থা তাঁর যেমনি হোক ধনী, গরীব, মধ্যবিত্ত। না মিলুক তোমার সঙে তাঁর কুফু! ভাববে এইটুকুই যে, এ তোমার মনে ধরা ভালো মানুষ!
.
সাহস কম থাকায় হয়তো তা তুমি প্রকাশ করতে পারছ না, ঘরে বাইরে এমনকি যাকে পছন্দ করো তার কাছেও না যে তাঁকে তুমি প্রচণ্ড রকম ভালোবাসো! 
.
কিসের এতো ভয়, সমাজ সোসাইটি, পাড়াপড়শি, কাছের বা দূরের বন্ধুবান্ধব, পরিবার পরিজন,  আত্মীয়-স্বজন!  এদের মুখের কথার ভয় পাবার কোন মানে হয়না! এরাই তোমার দুশমন,  এরা সব ক্ষেত্রে তোমার মঙ্গল কামনা করে না বোকা!  এই এরাই বড় স্বার্থপর!
.
শাজাআত থেকে দূরে সরে থাকা তোমার জন্যেই আমার এই লেখা!  প্রাণভরে শ্বাস নাও, ভালোভাবে ভাবো, গভীরভাবে চিন্তা করো, নিজের জীবন নিজেরই। তোমার দুঃখ, কষ্ট, আফসোস এর এক ভাগও নিতে এদের কেউ আসবে না বিনা স্বার্থে।
.
প্রথম প্রথম তাঁর কাছে নিজেকে তুলে ধরো কোন না কোনভাবে,  তাঁর কাছে ভিড়, তাঁর চোখে পড়ার মতো কিছু করো, তাঁর ভালো লাগে এমন কিছু করো। আর কতো দূর থেকে দেখে দেখে মুখ গুঁজে সরে সরে একাকীত্বের অতলে ডুবে ডুবে মরবে  ভীতু!
.
অন্তত একবার,  একবার,  কেবল মাত্র একবার মনের কথা প্রাণের মানুষকে বলে দেখো তাঁর কি অবস্থা,  দেখবে বড় কোন পরিস্থিতির মুখোমুখি হতে হবে না তোমার ! খোদা সাক্ষী আমি তোমার পক্ষেই কথা বলছি, তোমার মঙ্গল কামন করছি, তোমার জীবন সুন্দর থেকে আরও সুন্দরতম করুক বিধাতা! 
.
হতে পারে সেও মনেপ্রাণে তোমাকে কামনা করে, ভালোবাসে নিজের জীবন থেকেও বেশি। হিতে বিপরীত হলেও কিছু ভাববে না, অন্তত এইটুকু জেনে গেলে যে, সে তোমাকে চায় না, ভালোবাসতে পারবে না কখনো! তোমার সারাজীবন আর দ্বিধাদ্বন্দ্বে কাটলো না...

কোন মন্তব্য নেই: