পেরিয়ে যাচ্ছে দিন
বাতাস কেটে কেটে।
পেছন থেকে ঠেলা লাগে গরম নিঃশ্বাসের
জানি বাকি আছে পথ পেরতে হবে হেঁটে।
একটা বিশাল রাত
এসে দাঁড়িয়েছে অশ্বত্থের নীচে।
আমি একাকী পেরোচ্ছি বাঁক, প্রাগৈতিহাসিক
তত্ত্ববিদ তাড়া করে আমায়, সময়ের পিছে।
সীমাহীন এক দৌড়,
ছুটতে ছুটতে ছুঁয়ে দেবে আকাশের বুক।
হে পৃথিবী তোমারই গর্ভ থেকে জন্ম
নেয় আরও আরও পৃথিবী, আরও কত দুখ।
আদিমাতা তোমার কাছে
জীবন ,শেষ অঙ্গীকার রাখে।
বিগত জন্মের কাছে কোন প্রশ্ন থাকবে না
ভেসে যাবে মহাশূন্যের নিগূঢ় জ্যোৎস্নাতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন