নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

আকাশ টা মস্ত বড়:প্রতিভা দে


আকাশ টাতো মস্ত বড়
ঢাকে আকাশ রৌদ্র আলো,কখনো মেঘের রাশি,ঢেকে ফেলে শশী,
নিগ্ধ আলো মিলিয়ে যায়,
অন্ধকারে পথ খুঁজি তায়,
নিরবতায় দিন গুনে যাই
হয়ত তখন বিদ্যুৎ ঝলকায়,
সেই আলো পথ পাই,
ঝড়ের মাঝেও আলো থাকে
সেই আকাশটা নিরব বলি
যাকে।
দেখায় পথ এমন করেই,
আবার সূর্য পাঠায় ভোর
হলেই।

কোন মন্তব্য নেই: