নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

একা আছি, ভালো আছি :সারিফ হোসেন


কোনো এক কিশোর কালে
প্রিয় বন্ধু কথা দিয়েছিল
আমাদের, আমাদের কেউ আলাদা করতে পারবে না
আমিও এক দায়িত্ববান বন্ধু হয়ে উত্তর দিয়েছিলাম
 ঠিক বলেছিস।
আফটার অল উই আর ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার
কিন্তু স্মৃতির ভেলায় সে বন্ধু আজ ডুবন্ত গুপ্তধন।
সে ছাড়িয়াছে আমার পাছি,
একা আছি, ভালো আছি।।

বসন্তভরা যৌবনে, প্রেমিকার উষ্ণ ঠোট
কানের কাছে এসে ফিসফিসিয়ে বলেছিল
প্রতিটা বসন্ত এভাবেই ধরে থাকবো তোমার হাত
আমিও কেমন আজব ভঙ্গিমায় বলেছিলাম
কেয়া বাত।
আফটার অল আমাদের মাথার উপর ছিল শেক্সপিয়ার  এর হাত।
কিন্তু জীবন নামক বইয়ের পাতায় সে আজ ইতিহাস।
সে আজ অন্য দ্বারে উঠিয়াছি।
একা আছি, ভাল আছি।।

গ্রীষ্মের এক দুপুর বেলায়, আপিসের সহকর্মী
কফি হাতে এসে বলেছিল, ভাই আমাদের বন্ডিংটাই আলাদা, অন্যরকম
আমিও মৃদু হেসে বলেছিলাম, একদম তাই
এক্কেবারে সেইরকম।।
আফটার অল উই হ্যাভ দ্য সেম সেন্স অফ  হিউমার
কিন্তু কর্মক্ষেত্রের তাগিদে সে আজ বহুদূর।
সে আজ অন্য কর্ম করিয়াছি।
একা আছি, ভাল আছি।।

বুকটা কাপিয়ে আমাকে জড়িয়ে ধরে
সহধর্মিণী ভালবাসার সুরে বলেছিল
আমরা একসাথে বাচবো একসাথে মরবো,
আমিও বাচ্চাদের স্নেহ করার সুরে বলেছিলাম
আমরাতো সুখের নীড় গড়বো।
 আফটার অল উই আর কানেক্টেড উইথ ইচ আদার
কিন্তু সে আজ ত্রিভুবন ছেড়ে, স্বর্গ লোক পাড়ি দিয়াছি,
আজ একা আছি, ভাল আছি।।

শেষ শীতের সকালে, ধূলোমাখা বইটা
আমার দিকে তাকিয়ে করুণ সুরে বলেছিল
আমায়, আমায় ভুলে গেলে,
আমিও বাধ্য শ্রোতার মতো পাতা উল্টিয়ে
শেষ পৃষ্ঠা পড়িয়াছি।।
আফটার অল বুকস আর মাই ফার্স্ট লাভ
কিন্তু আজ আমার চশমার পাওয়ারের সাথে সাথে
চোখের ছানিও বাড়িয়াছি।
আজ শান্ত আছি, বড়ই ভালো আছি।।

কোন মন্তব্য নেই: