আমি চাই না আমাদের সম্পর্ক টা কোনদিন প্রাক্তন হোক,
হাজার অভিমান,রাগ, ঝগড়ার ভীড়েও তুমি একবার জড়িয়ে ধরে ভালোবাসি বলো!
আমাদের নন্দনে বিকেলে কাটানোর দিনগুলো যেখানে তুমি নীল পাঞ্জাবিতে আর আমি খাদির কালো শাড়িতে, খোলা চুল গাঢ় কাজলে বারবার তোমার মনে ঝড় তুলে গেছি;
তোমার সাথে কাউন্টার নেওয়ার ছলে হঠাৎ করে ঠোঁটে ঠোঁট দিয়ে চুমু এঁকে দিয়েছি।
আমার অগোছালো জীবনের কাছে তুমি গোছালো সংসার,
আমার হাজার ভালোলাগার প্রেমিক থাকুক না কেন তুমি তাদের মধ্যে একটুকরো বসন্ত...
যেদিন শেষ দেখা হল আমাদের গঙ্গার ঘাটে তুমি তোমার বিয়ের চিঠি হাতে,
তোমার পরিবারের অমত, তোমার থেকে বয়সে বড় মেয়েকে তারা মানতে নারাজ।
তুমিও ঘর ছেড়ে আমার হাত ধরে বেরিয়ে আসতে পারবে না!
আর আমিও তোমার সংসার ভাঙ্গতে পারবো না...
আমার বেনারসির সাঁজ, কপালে চন্দন, শরীর জুড়ে ফুলের গন্ধ!
বিছানায় তোমার বিয়ের চিঠিটা ছিন্ন হওয়া,
কপালে সিঁদুর পরাতে পরাতে দুজনের চোখেই জল;
বাসর রাতে একটাই প্রশ্ন তোমার?
কিভাবে মানালে আমার পরিবারকে!
আমি বলেছিলাম আমাদের সম্পর্কটা কখনও প্রাক্তন হতে দিতে পারবো না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন