নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

মুক্তির দলিল :বারেক উল্লাহ

বিষয়:৭ই মার্চের ভাষণ
                         

৭ই মার্চের এই ভাষণে
বাঙ্গালী পায় শক্তি,
বীর জনতা উঠল জেগে
করল বাংলা মুক্তি।
স্বাধীনতার সংগ্রামেরর কথায় ছিল
১৮ মিনিটের এই ভাষণে,
বাঙ্গালী তাই যুদ্ধে নেমেছিল
পাক হানাদার অপসারণে।
রক্ত ঝরা এই ভাষণে ছিল
স্বাধীনতার দিক নির্দেশনা,
বাঙ্গালীরা তা মেনেই 
 বিতাড়িত করল পাক সেনা/হায়েনা।
৭ই মার্চের এই ভাষণে
 ছিল স্বাধীনতার ঘোষণা,
বাঙ্গালীরা বুঝেছিল
 সংগ্রাম ছাড়া তা আসবে না।
 রক্ত যখন দিয়েছি
 আরো দেব রক্ত,
বঙ্গবন্ধু যখন তুলেছিল  এই ধ্বনি।
বাঙ্গালীদের মনে স্বাধীনতা
পাওয়ার ইচ্ছার আগুন
 দ্বিগুণ হল তখনি।
এবারের সংগ্রাম  স্বাধীনতার সংগ্রাম,
এবারের সংগ্রাম  মুক্তির সংগ্রাম।
বঙ্গবন্ধু তুলেছিল যখন এই সুর,
বাঙ্গালীদের সংগ্রামে বিতাড়িত হল
পাকিস্তানের সব দূষর।
বঙ্গবন্ধু তোমার এই ভাষণ
আজো বাজে সবার হৃদয়ে হৃদয়ে
তুমি যে আছো বাংলার আকাশে বাতাসে
 সব খানে মিশে।
তোমার এই ভাষণ স্বর্ণ অক্ষরে লিখা আছে
 ইতিহাসের পাতা জুড়ে।
তোমার ঐ ভাষণে শুনে  শিহরিত হই
 আজো আমি প্রতি ক্ষণে ক্ষণে ।

কোন মন্তব্য নেই: