জীবন হতে স্বেচ্ছামৃত্যূ আমিও তো চেয়েছিলাম ..
তবু একদিনও মৃত্যূর জন্ম দিতে পারিনি...
মনের চিতায় কাঠ তুলেছি বহুবার ,
এই ধর যতোবার জেনে বুঝে 'তুমিরা' হত্যা করতে চেয়েছ আমায়, ততোধিক..
কিন্তু মুখাগ্নি করার প্রেম প্রতিশ্রুতি কেও তো কোনদিন করলে না আমার সাথে....!
মৃত্যূকে তো আমি ভয় পাইনি,
মৃত্যূকে কিছু ভালোবাসতে শিখেছিলাম,
যেমন প্রেম ছিল কিছু "তুমিতে'..
কিন্তু ছেঁড়া রক্তের গন্ধ আমার কোনদিন ভালো লাগেনি, সেই কৈশোরে যখন প্রথম ঋতুমতি হয়েছিলাম,সেদিন থেকে রক্ত আমাকে স্পর্শিত করে রেখেছে,যেমন প্রতিদিন স্পর্শ করে রাখে কিছু 'তুমির' অবারিত প্রেম ....
যেমন করে 'তুমিরা' ভালোবাসাহীন শরীর দিতে চাও রোজ , তেমন করেই আমি রক্তশূন্য মৃত্যূ ভালোবাসতে শিখেছি, 'তুমিদের' দেওয়া আঘাতে যন্ত্রণা আসে, ব্যথারা মাথা তোলে,যেমন আমার প্রথম কৈশোরে মুখ তুলেছিলে 'তুমিরা'....
মনেরও রক্তক্ষরন হয়,
তবে তা তোমাদের মৌনতার মতই নীরব,
মনের রক্তক্ষরন কেও দেখেনা,
দেখনি তো কোন 'তুমিরাও'...
কিন্তু তাতে তো 'তুমিদের' স্পর্শ ছিল..
তবে ...?
যে 'তুমি' টা আমাকে চেয়েছিলে আশৈশব,
সে 'তুমি'ও তো পারতে খানিক জীবন শেখাতে কিন্তু যতোবার প্রেমের কথা বলেছ ততোবারই স্পর্শের মোহে মৃত্যূর কথা শুনিয়েছ বার বার...
একটুও "জীবন" শোনাওনি কেন ?..
আর যে 'তুমিকে',
আমি চেয়েছিলাম কৈশোরী রোদে,
সে 'তুমিটা' নিখোঁজ নও,তবে আলোকবর্ষ দূরত্বে সে 'তুমি' কবেই নিরুদ্দেশ.......
মানুষ হারালে,খুঁজে পাওয়া যায় ,
কিন্তু স্বেচ্ছায় চলে গেলে তাকে তো খুঁজে পাওয়া যায় না...
চলে যেতে যেতেও নিভৃত্যে মৃত্যূ শিখিয়ে গেছ, ...
আর যে 'তুমিদের' কাছে আমি রোজ থাকি সেই 'তুমিদের' কাছ থেকে কি চেয়েছিলাম আমি ?
মনে নেই তা, তবে যতদূর মনে পড়ে তাদের সাথে ছিলতো আমার বহু বাস,সহবাস.....
তবু জীবন শেখায়নি তারা,
শেখায়নি বাঁচতে...
তাই ঘৃণাটুকু প্রাপ্তিতে রেখে
একদিন স্বেচ্ছামৃত্যূ চেয়েছিলাম আমিও...
কিন্তু পারিনি...
বুজেছি , জীবনের থেকে মৃত্যূ বড় নয়..
হয়তো আমি 'তুমি' কেন্দ্রিক, কিছু 'তুমির' কাছে হেরে যাওয়া মানুষ, এক জীবনে কত 'তুমি' আসে আবার কত 'তুমিরা' চলেও যায়, তবু আমি কেবল 'তুমিরে' তিমিরাচ্ছান্ন.....
একদিন কোন 'তুমি'ই তো আমাকে প্রথম দেহজ প্রেম শিখিয়েছিলে,কেও বা শিখিয়েছ ঘৃণা ,
কিন্তু এজীবনে কেও অথবা কোন 'তুমি' আমাকে জীবন শেখালে না কেন ??
তবু,
জীবন ভালোবাসি,
তাইতো, জীবন মৃত্যূ যন্ত্রণার মূলমধ্য রেখাতে কোনদিন মৃত্যূর জন্ম দিতে পারিনি,
বার বার জন্ম দিই জীবনের.....
তোমরা আমাকে পতিতা বলে চেন ,
আর,আমি বলি নিজেকে গর্ভধারিনী মা ..
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন