ভোটের আগে সব নেতাদের
হারায় চোখের ঘুম ;
জনগনের বাড়ি বাড়ি, ঘরে ঘরে
যাওয়ার পরে ধুম।
হাতের সাথে হাত মিলায়ে
বুকের সাথে বুক ;
কাধের সাথে কাধ মিলায়ে
বলে- জনগনের, সুখেই আমার সুখ।
নেতা দেয় প্রতিশ্রুতি
আমায় করলে জয়ী ;
ধ্বংস করবো মাদক যত
সমাজে, আছে জীবন ক্ষয়ী।
নিজেই নেতা মদদদাদা
মাদক সাম্রাজ্যের ;
তিনিই আবার ভাষণ দাতা
জয়ী হয়েই করবো বন্ধ, উৎপাদন মাদকের।
আমরা সবাই আম-জনতা
তাদের কথায় নাচি ;
ঋণখেলাপী, স্বার্থবাদী
দুঃশ্চরিত্র নেতার পিছে ছুটি।
নেতার দেয়া চা-পান আর
সিগারেট, বিড়ি খেয়ে ;
সাড়াদিন ঘুরি মোরা
সেই নেতার গুণগান গেয়ে।
একবারও ভাবিনা মোরা
ভোট মোদের, গণতান্ত্রিক অধিকার ;
আছে- ভোট প্রয়োগের জন্য একজন
সৎ যোগ্য চরিত্রবান নেতার দরকার।
আমার ভোটের দাম আছে
ভোটটা মূল্যবান ;
সৎ যোগ্য, আদর্শবান নেতা ছাড়া
করবোনা ভোট দান।
এই উপলব্ধি যতদিন না
আসবে জনতার ;
ততদিন থামবেই না
জয়জয়কার, দুঃশ্চরিত্র ভন্ডনেতার।।।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন