ভালোলাগার পরে কতটা দিগন্ত,
পারি দিলে, আকাশ ফেটে অশ্রুঝরে,,
গাংচিল অনাহারে মৃত্যু বরন করে,,
মানব তার সভ্যতাকে হারিয়ে ফেলে,
ভালোলাগার কত প্রহর পারি দিলে,
পৃথিবী জুরে অমাবস্যা ঘনিয়ে আসে।
বসন্ত তার সৌন্দর্য হারিয়ে ফেলে
বর্ষা হারিয়ে ফেলে বাদল,
ভালোলাগার কতটা প্রহর অতিক্রম করলে
একজন মানুষ জীবন্ত লাশে পরিনত হতে পারে,
তবুও ভালোলাগার পরে, ভালোবাসার জনম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন