নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

পরিপূরক নারী পুরুষ : রাণা চ্যাটার্জী



সুস্থ রুচি সংস্কৃতির,বাড়ির সব দায় সামলায় নারী
আমরা পুরুষ কেবল বড়াই করি দেখাই বাহাদুরি।

গৃহ শান্তি, সন্তান পালন, রান্নাবান্না কত্ত সব কাজ
আদেশ,অভিযোগে ব্যস্ত থাকি,ঠিক যেন মহারাজ।

সমাজ সংসার সুস্থ থাকে পুরুষ যদি থাকে পাশে
 ঝড়ঝঞ্ঝা সামলে নারী, উদ্যমে ঝলমলিয়ে হাসে।

নারী-পুরুষ আসল পরিপূরক,ঠিক যেন মেঘ-বৃষ্টি
দুজনের কেউ বিগড়ালে ঘর,মনের ক্ষতি,অনাসৃষ্টি।

যতই আসুক অভাব মনে ,দুঃখের পাহাড় অনটন,
সু -সম্পর্কে বোঝাপড়া পুরুষ -নারী অমূল্য রতন।

কাগজে কলমে নারী পুরুষ নেই কোন ভেদাভেদ,
যতো নিয়ম,শেকল বাঁধন নারীদের করে বিভেদ।

সূর্য যেমন দৃপ্ত পুরুষ,মিষ্টি রোদ্দুর তার সঙ্গী,
নারীরা পাক যোগ্য সম্মান,বদলাক দৃষ্টিভঙ্গি।

নারী-পুরুষ সমান সমান,অদ্ভুত এক মেলবন্ধন
পুরুষ বাহবা বিনা,সেরা কিভাবে  নারীর রন্ধন!?

কোন মন্তব্য নেই: