নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

তখন রাত্রি নেমেছিল: মনোজ কুমার ঠাকুর

তখন রাত্রি নেমেছিল
আকাশের তারারাও চেয়েছিলো
আশাহত হয়ে,
আমি কোনো প্রতিশ্রুতি দিইনি ফিরে আসার,
 সব শক্তি লোপ পেয়ে গিয়েছিলো তখন ।
মনে একরাশ দ্বিধা নিয়ে এগিয়ে যাচ্ছিলাম
কোনো এক অজানা গন্তব্যে,
খুব ইচ্ছে করছিলো তখন
কাউকে পাশে বসিয়ে
নিজের ব্যর্থতার গল্প শোনাই,
কিন্তু সেই নিকষ অন্ধকারে 
নিজের প্রতিচ্ছবিও তখন অবর্তমান ।
ভেবে নিয়েছিলাম শেষ সব,
এখানেই শেষ হয় জীবনের অধ্যায় ।
আর বিন্দুমাত্র চেষ্টা করিনি
একটুখানি আলোর রেখার সন্ধান করার,
হ্যাঁ ঠিক তখনই রাত্রি নেমেছিলো ।

কোন মন্তব্য নেই: