কবে ছুঁয়ে যাবে
*************
কোনোদিন শুধু শরীর ছোঁয়ার জন্য নয়,
আমার মন ছোঁয়ার জন্য বোলো ‘ভালোবাসো’।
প্রতিদিনের একরাশ অবিশ্বাস দিয়ে গড়া ঘরে,
প্রতিদিনের একরাশ অবিশ্বাস দিয়ে গড়া ঘরে,
না হয় লাগুক বিশ্বাসের ছোঁয়া।
যে অপেক্ষায় জাগে তারা রাতের বুকে,
সেই অপেক্ষায় প্রতিরাতে আমিও জাগি।
আকাশ নেমে এসে ছুঁয়ে যায় মাটির বুক,
মেঘ বৃষ্টি হয়ে ছুঁয়ে যায় পৃথিবীর তৃষ্ণা,
আর আমার যন্ত্রণা অশ্রু হয়ে ছুঁয়ে যায় চোখের পলক।
অপেক্ষা শুধু মনের, কবে তোমার মন ছুঁয়ে যাবে তাকে।
যে অপেক্ষায় জাগে তারা রাতের বুকে,
সেই অপেক্ষায় প্রতিরাতে আমিও জাগি।
আকাশ নেমে এসে ছুঁয়ে যায় মাটির বুক,
মেঘ বৃষ্টি হয়ে ছুঁয়ে যায় পৃথিবীর তৃষ্ণা,
আর আমার যন্ত্রণা অশ্রু হয়ে ছুঁয়ে যায় চোখের পলক।
অপেক্ষা শুধু মনের, কবে তোমার মন ছুঁয়ে যাবে তাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন