নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

মহ. ওলিউল ইসলাম




★ওদের বৃষ্টি,তাদের বৃষ্টি★ 
  ****************



অট্টালিকার শরীর ধুয়েছে শখের বৃষ্টি| 
ফিকে হওয়া রঙ,রাঙিয়েছে ইমারতের গা | 
ভেতরের মানুষ গুলো বেশ সৌখিন মেজাজে| 
কিছু মুচ্ মুচে গরম খাবার,রকমারি পাণীয় সহযোগে! 
সবক্ষণে সঙ্গীর আলতো আদর,--- 
খেয়ালী মনে ভাটিয়ালী জোয়ার| 
সময় গুলো যেন ছোট হয়ে আসে, 
দুটি দেহ বাধা পড়ে আছে| 
--প্রাণের পণ, --স্বাদ কুড়াবে, ক্ষান্ত হবে তবে| 
তখনো,--- বৃষ্টি টিপ্ টাপ অনুরাগের শব্দ ছড়ায়| 

এদিকে আবার মাথা গোজা ঠায় গুলো মাথায় ঠেকে আছে| 
নির্মম সেজে, বৃষ্টি এখন রাগী মহারাজ| 
--রাগের বহর খুব দেখেছে তারা, 
গৃহহীন মানুষ অভিশপ্ত খোলা আকাশের নিচে | 
দুঃখ-ব্যথা ত্রিপলের দেহে,স্বস্তি  কোণায় ঝোলে| 
ক্ষণ গুলো সব লম্বা হয়ে,যেন আকাশ ছুঁয়ে আছে | 
বৃষ্টির জল মাথা চুঁয়ে  ঠোঁটের কিনারায় ঝুলে,----- 
রসদ জোগায় খুব! 
বেপরওয়া, নিষ্ঠুর সেজে বেদনা ছড়ায় গৃহহীন মানুষের মনে। 
শেষ রাগ কবে হবে শেষ, 
সে সংকেত এখনো পায়নি মুহূর্ত | 

কোন মন্তব্য নেই: