তবুও বৃষ্টি নামে
************
এক বিকেলের হঠাৎ বৃষ্টিতে ফোঁটা ফোঁটা জলের সঙ্গে মিশে গেলে তুমি
চুঁইয়ে পড়তে লাগলে
আমার চুল ঘাড় কপাল বেয়ে
আমার সে বিকেলের স্বাদ তখন শুধু ভালোবাসার
এক পা,দু পা এগোতে এগোতে অনুভব করলাম অসম্ভব কালো চারিদিক
আমার চিবুক থেকে আর ঝরে পড়ছেনা বৃষ্টির শীতলতা
সেই ফোঁটা গুলো তখন
স্বাদে অম্ল..
আর সেই আমি তখন শীতলতা ছেড়ে
বিকৃত এক অন্য আমি
যে ভিজেছিল
আর শুধু ভিজতে চেয়েছিল
তবু আজও বৃষ্টি নামে অন্য কোথাও
হয় শ্রাবণে নাহয়
মনের ঈশান কোণে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন