বিকেলবেলার শ্রাবণ
*****************
*****************
মনকেমন শ্রাবণে,
রাত নামে আনমনে,
মাঠঘাট ভরে যায় জলে।
গোধূলির শেষ আলো,
মন কেন ভার হলো,
আজ খোকা নেই ফুটবলে।
রাত নামে আনমনে,
মাঠঘাট ভরে যায় জলে।
গোধূলির শেষ আলো,
মন কেন ভার হলো,
আজ খোকা নেই ফুটবলে।
ও বাড়ির ছোট খুকী,
খাতাভরা আঁকিবুকি,
কুমিরের ডাঙা জলে থৈ।
কেউ নেই খেলাসাথী,
নিশ্চুপ মাতামাতি,
মিছিমিছি খেলা-পড়া বই।
খাতাভরা আঁকিবুকি,
কুমিরের ডাঙা জলে থৈ।
কেউ নেই খেলাসাথী,
নিশ্চুপ মাতামাতি,
মিছিমিছি খেলা-পড়া বই।
বস্তির ভোলা, বিশু,
কাকভেজা ছাড়া-শিশু,
জমা জলে পুঁটিমাছ ধরে।
ফুলি, চাঁপা একসাথে,
ভিজে ভিজে হাতেহাতে,
বাসনের স্তূপ সাফ করে।।
কাকভেজা ছাড়া-শিশু,
জমা জলে পুঁটিমাছ ধরে।
ফুলি, চাঁপা একসাথে,
ভিজে ভিজে হাতেহাতে,
বাসনের স্তূপ সাফ করে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন