শ্রাবণ প্লাবন
**********
শ্রাবণ প্লাবন বইছে দুচোখ বেয়ে
উপচে পড়া জলরাশি বয় খাতে
ঠোঁটের সীমানা পেরিয়ে মেশে গহ্বরে
নুন জমছে আঠালো লালারসে।
চোখ আর মন পিঠোপিঠি ভাই বোন
মন কাঁদলেই চোখের আকাশে বৃষ্টি
চোখের সামনে বিরহী দৃশ্যপট
মনের গহ্বরে বেদনা রসের সৃষ্টি।
মনের আকাশে টুকরো টুকরো স্মৃতি মেঘ
জমতে জমতে ঘনায় কালচে ধোঁয়াটে
তাই তো শ্রাবণ অঝোর প্লাবন বয়ে যায়
বালিশের দেশে, বাঁধ ভাঙা এই রাতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন