নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

রহস্য কাহিনী(তিন)







দেবাশিস মুখোপাধ্যায়

2/401 Urmila Apartment .
Gorai Complex. Bagnan.
Howrah 711303.


          (তিন)


১১.

মেয়ে গায়

জল তরঙ্গে নূপুর ভেসে যায়

মাছরাঙা পাখিটির দেশে

দোল খায় চোখ

আর ক্রমশ রঙ্গিন আকাশের মাঠে

খেলা চলে রোদ ও ছায়ার

মায়াবী অক্ষর গাছে গাছে

সুস্বাদু পথের জানালায় বাহবা তুলি

আরো কিছু এঁকে দিলে

সাদা কাগজের যেমন খুশি সাজ

বাড়িতে উৎসব গন্ধ

এসব কিছুই দুঃখ ভুলানি উপকথা

ঠাকুমার কণ্ঠটি কেঁপে কেঁপে

ঝুলির ভিতর নামের মালাটি জপে

আর বর্ষার মাঠে বীজতলা

তৈরি হলে কষ্টের ভিতর

ভাতের পুরনো সুবাস ফিরে আসে

সে ঘরে ফিরে নি কেউ বলতে পারে না

১২.

একটা ভাঙাচোরা বাড়ির নীচে

শূন্য আর স্বপ্ন বুনে

সময় কেটে যায়

ঘুম বিদায় নেওয়ায় তার জায়গা

নিয়েছে তোমার প্রিয় নাম

এই যে বর্ষার দিনে মেলে

তোমার দীর্ঘ চুলের বাহার

মাঝে মাঝে সেখানে

সেজে ওঠে বর্শা রঙের ক্লিপ

রাত্রির শরীরে

কেঁপে ওঠে

এক মধুর ঝড়

ধ্বংসের ভিতর এক কালো নদী

শূন্যতার মাঝখানে গড়ে

তোলে রাত্রির এলো চুলের

অস্পষ্ট স্মৃতি

মৃত জোছনায়

আছড়ে পড়েছে কান্না

সাগরের গুমরে গুমরে


কোন মন্তব্য নেই: