এক একটা ভোর দ্যাখো
হেঁটে হেঁটে পার হয়
এই সব সময়ের স্রোত আর স্রোতের সময়
প্রত্যাশী তোমার জন্য প্রত্যহ ভালো-থাকা
সুনিশ্চিত তন্দ্রাচ্ছন্ন
চোখ দুটো স্বপ্ন- মাখা
আবার নতুন কিছু সৌরপথে ভোর হাঁটে
আমার দিন রাত সদৃশ ধোঁয়া মেখে বেলা কাটে
যখন তখন ময়ূর আসে
বর্ষাও ছন্দ জানে
কপোল খোঁজে আমার
বৃষ্টি - বিলাসের মানে
আবার নতুন করে শুরু এ সময়ের স্রোত
উপত্যকা জুড়ে ঠায় দাঁড়িয়ে আছি
আমি আলোহীন কপোত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন