নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

চৌধুরী নাজির হোসেন





বেকার যুবক
************


কালো কালো ধোঁয়া
যেন চোখের আকাশে সারাদিন ধোঁয়া ওড়ে,
ধোঁয়ার ভিতর জলকণা
ভেসে যায় হাওয়ায় হাওয়ায়;
মেঘেদের পাড়ায় তুমুল হৈচৈ
রটে যায় বৃষ্টি হবে
চাতক মাঠে ফসল ফলবে!
হা স্বপ্ন,সবুজের মাঠে নক্সা আঁকা
সম্ভাব্য ফসল
কোথায় যে উড়ে যায়,
ধোঁয়ার রাজ‍্যে জমাট বাঁধে কি সে!
ভাবতে ভাবতে প্রতিবাদ-শূন্যতায়
বিন্দুটি মিলিয়ে গেল।

কোন মন্তব্য নেই: