হাতকড়া
********
জমছে ধুলো চশমাকাঁচে,ঘড়ি বলে গোধূলি,
বুকপকেটে স্মৃতির মিছিল,ছেঁড়া নোট-আধুলি ।
বরফ চাদর,জীর্ণ মলাট,কাঁটা ঘুড়ি কার্নিশে,
এক পশলা রামধনু দিস ব্যস্ত দিনের শেষে ।
শালিখ ডাকে ঘুলঘুলিতে,তোর ফেরারি শুনে
স্বপ্নগুলো যত্নে মোড়াস,হলদে খামে বুনে ।
মেঘ ছুঁতে চায় পাহাড়চুড়ো,পক্ষীরাজের ডানা
মুছিস ফলক ক্যালেন্ডারে,হিসেব কষা মানা ।
তোর ফেরাতে হাজার দাবি,কেতাবি তল্লাশি,
মনসাহারায় তুষার নামুক,ইচ্ছেরা সাহসী ।
দুঃখ হারাক ট্র্যাশবাক্সে,সোহাগী হাতকড়া;
এক মুঠো রোদ মেলুক পেখম,আহেলী গাঁটছড়া ॥
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন