নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

মোস্তফা তোফায়েল




প্রজনন ক্ষমতারহিত
*******************



পদ্মফুলের মধু, মিষ্টি মধুর।
পদ্মফুলের মধু পদ্মবুকে থাকে,
লালপদ্ম নীল পদ্ম সাদা পদ্ম
পুণ্ডরিক উৎপল কমল।
মধু পান করে ওরা শুয়ে ঘুম যায়,
স্বপ্নে স্বপ্নে বায়ু সাঁতরায়,
উড়ায় উড়ায়
বলাকা পাখায়
দেশ হতে দেশান্তরে ঘুমোতে ঘুমোতে চলে যায়
আনন্দের ঘোর মদিরায়।
মানুষ তাদের সব গ্রন্থি খুলে দিয়ে
সোম রস মধু নিয়ে সম্পদ দোলায়;
দুই পক্ষ মেলে দোলনায়;
সারা বিশ্ব মুগ্ধ আজ আচানক মধু ছলনায়।
মধুবিদ্ধ উভ-পক্ষ
সম্মিলনে উদ্বাহু ত্রস্ত লোলায়মান বিলাসী ছেলেরা
আলিঙ্গনে আলিঙ্গনে ভিজিয়ে ফেলেছে আজ ভূমিদেহ ধরা;
ভোগবাদী বিশ্বে আজ সারাদিন সারাক্ষণ বেজে চলে গানের পসরা।
প্রবল সংঘর্ষ নেই, প্রতপ্ত সঙ্গম নেই, প্রজনন নেই!
সংঘর্ষে সংঘর্ষে ত্বক ছিঁড়ে যাওয়া উত্তেজনা নেই!
প্রজনন ক্ষমতাই নেই।
নিঃশ্বাসে প্রশ্বাসে নেই উত্তপ্ত, চাপা শীৎকার;
নেই অঙ্গীকার;
নেই দম্ভ, খাড়া স্তম্ভ, নেই ঘর্মস্রাবী স্বাধিকার;
নেই অহংকার
পৌরুষের নারীত্বের সদর্পী সুপুষ্ট বেদনার
প্রবল ঝংকার।
আছে শুধু স্মৃতি কথা –
একদিন আমাদেরও ছিল অধিকার প্রবণতা;
একদিন আমাদেরও শালপ্রাংশু বাহুবল ছিল;
একদিন আমাদেরও খাড়া নাঙ্গা খোলা অস্ত্র ছিল:
একদিন আমাদেরও অনন্তপ্রবাহী নদী রক্তস্রোত ছিল;
একদিন আমাদেরও ঐক্যবদ্ধ এক মাতা ছিল;
আমাদের জাতিগোত্রবর্ণপ্রথা একদিন একাকার ছিল;
প্রবল হুংকার ছিল পাহাড় কাঁপানো—
প্রবল ধিক্কার ছিল মেঘদের গর্জন ছাপানো—
কঠিন আঘাত ছিল বন্দুকের সুতপ্ত ব্যারেলে—
সেই বীর্যপাতে জন্ম নিয়েছিল বিশ্বময় মানব প্রবল
উজ্জীবিত, সাহসী, সবল
আজ শুধু পান করি মধু।
নিঁদ যাই মনের হরিষে;
রজনী শাওন ঘন, ঘন দেয়া গরজন
রিমিঝিমি শবদে বরিষে
নিঁদ যাই মনের হরিষে।

কোন মন্তব্য নেই: