নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

নীতা কবি মুখার্জী




রবি কবি
*********



আকাশের রবি আর আমাদের মাটির রবি দুজনাই প্রাতঃ স্মরনীয়
মাটির রবি তাঁর স্বমহিমায়, তাঁর উজ্জ্বল জ‍্যোতিতে চির বরনীয়।

জোড়া সাঁকোর ঠাকুর বাড়ীর অতি শুভ এক ক্ষনে
জন্ম নিলেন কবির রাজা বিশ্ব ভুবন জানে।
পাঠশালাতে মন বসে না,প্রকৃতি তাঁহারে চায়
গ্ৰহন করিলেন প্রকৃতি দেবীকে, মন যে সেদিকে ধায়।

নিয়মাবদ্ধ পূঁথি পড়া ছেড়ে ,পড়িলেন নানা পাঠ
বিদ‍্যা দেবী খুশী হয়ে তাঁর মাথায় দিলেন হাত।
মায়ের আশীষ মাথায় নিয়ে লেখেন কবিতা গুলি
গানে গানে আর গল্পে কথাতে ভ‍রিলেন নিজ ঝুলি।

বাংলা ভাঁড়ার পূর্ণ হলো যে কবিতা রচনা গানে
বাংলা ছাড়ায়ে বিশ্ব মাঝারে নোবেলটাও তো আনে।
কবিদের গুরু বিশ্বকবি বিস্ময় জাগে মনে
বাঙালী তোমার গর্বে গর্বী তোমার করুনা দানে।
আজি শুভ দিনে অঞ্জলি দিই তোমার চরন তলে
শুধু দেখি ঐ বিজয় মালাটি দোলে যে তোমার গলে।



কোন মন্তব্য নেই: