নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

রাজীব লোচন বালা




ওহে  ডাক্তার
  **********

                       

  কচি বয়স থেকেই আমি ডাক্তারদের পূজা করিতাম,
 ভাবিতাম কত ভালো করেছে তারা, জনগণের সেবায় আত্ম-নিয়োজন।
ডাক্তারবাবুদদের ছাড়া রোগী বাঁচেনা! এটাই বুঝেছি আমি ছোট্টোবেলাতে,
    এখন আসল সত্য কথা বলি আপন-মনে, ওহে ডাক্তারবাবু দিয়েন মনোযোগ_

গরীব মানুষের কাজ করতে করতে অসুখ হয় যখন-তখন,
ডাক্তারখানায় লোক থাকবেই ভেবে বর্তমানের যত বড়লোকের দল__
টাকা দিয়ে,  ঘুষ  দিয়ে ছেলে-মেয়েরে ডাক্তার বানাইতেছে।
গরীব মানুষ মরতে বসে, তখন  মোদের দ্বিতীয় ঈশ্বর,
কি করে তখন, টাকা দিলে চিকিৎসা হবে নচেৎ মরণ।

টাকা দিয়ে ভুয়ো অনেক শয়তান ডাক্তার,তোদের জন্য ভারত আজ সবথেকে লাচার।
মেডিক্যালে পড়ার সময়, কত ভালো ঞ্জান, সার্টিফিকেট পাওয়ার পরে,
              কেন হয় এতো ঘ্যাম?
ও হো, এবার বাবুরা ছুঁটবে যে টাকা কামাইয়ের ইঁদুর দৌড়ে সারাক্ষণ।

কার থেকে বেশী কামাই করবে এখন, তাইতো তোমরা সরকারী হাসপাতালে না এসে,
বেহাল্লাপনায় খোলো নিজেদের ক্লিনিক আর চেম্বার।
     যখন তোমরা শপথ নাও মানুষ সেবার লাইগা,
তখন কি বলেছিলে, যারা দিবে যত টাকা আগে করমু তাদের সেবা!

এখন দেখি তোমাদের, আসো হাসপাতালে আর চাকরী কর অনায়সে,
মাসের শেষে থুতু দিয়ে গোনো টাকা, এক টাকা ভুলের জন্য।
একটা অসুখের জন্য তোমরা, ফর্দ আঁকো বেশ
গরীবের ঘর-বাড়ি,জমি-ঘড়ি শেষ করে নিঃস্ব রিক্ত করো।

    হাসপাতালে দাওনা Duty , রোগী মারা যায়
 তোদের মতোন টাকার ভিখারী এই বিশ্বে কেউ নাই।
  সেবার নামে তোমরা বাবু করছো শুধু লুট,
        মনে রাইখো শেষ বিচারে পাবে না কভু ছুঁট।

সেবার নামে নামো তোমারা প্রতিযোগিতায়,
লুটে খেলে,  কেঁটে খেলে গরীবরে কর ছিনতাই।
কাগজ মাঝে হাত ছোঁয়ালেই, ঔষুধের ব্যাবসা করো,
রোগীকে না খাইয়ে তা দোকানের জিনিস দোকানেই পাচার করো।

      একটা রোগের টেস্ট করাতে কত পরীক্ষা,
     পরীক্ষা করিয়ে নিতে থাকো অর্ধেক মুনাফা।
       ডাক্তার তোমাদের মোর ভগবান মানি গো,
   কেমনে তুমি  মৃতদেহ ছাড়তেও টাকা চাও গো?

মেথেডোলোজীর আর কত বাক্যের ফুলঝুড়ি,
মরার পড়েও মৃতেরে দিয়ে করছো কামাইয়ের ফন্দি।
তোমাদের দুয়ারে কেউ গেলে  কাজ একবার হয়,
সারা জীবন ঔষুধ খাওয়াবা, করবে গ্রাসের নাচন।

       একটা কথা বলি বাবু তুমি ডাক্তারমশাই,
রোগীর কথা না শুনিয়াই, তাদের যন্ত্রনা না বুঝেই,  কত কি যে কর,
সরকারী হাসপাতালের পরিবেশ, তোমারাই করলে শেষ।
প্রাইভেট হাসপাতাল খুলে নিয়ে ব্যাবসা করো রমরম।

জানো ডাক্তার ভগবান তোমরা নও, কভু ও, কখোনো না,
 আসল ভগবান হচ্ছে মোদের সাফাইকর্মীরা।
নার্স এখন অমানবিক, অনেক দেখলাম শুধু ঘুমায়-
আবার এক সাথে নার্স বান্ধবীরা এক হলে নিজস্বী তুলে নেয়।
এদিকে রোগী ডাকে অসহ্য চিৎকারে, আর তারা মশগুল লুডু খেলতে হায়!

এত সুন্দর কর্ম তেমাদের একাত্ম হয়ে, তাইতো তোমাদের নাম দিয়েছে সিস্টার,
যার কাছে ধর্মাধর্মের, জাতপাতের বেড়াজাল রবে না,
এখন তোমারা রোগীর সাথে দেখি ভালো  মতো কথাই বলো না।
সুন্দরী সাজ,  আর রুপচর্চাতেই তোমাদের জীবন এখন দেখি বেশ মশগুল।

ডাক্তারবাবু নয়, আসলে বাবু হয়ে হয় না কভু সেবার কার্য,
        বাবু মানের টাকার চাকর এই জগতে।
তাই তোমরা নও রোগীর আরোগ্যলাভের মূল ভাগীদার ।
হাসপাতাল আর তোমাদের নিজস্ব  প্রাইভেট ক্লিনিকের পরিষ্কার করে যারা,
তাদের কুর্নিশ  জানাই আমি, ওহে আসল কান্ডারী।

আর আছে দিবারাত্র  সদা সাথী মাসি-দিদিরা,
তোমাদের চরণ ধরি, তোমারা যেও না।
তোমরা মাসি আছো বলেই জানো, রোগীরা শান্তি পায়,
তোমাদের জন্যই তো তারা সুস্থ জীবন ফিরে পায়।

ডাক্তার তোমরা বেইমান ভারী, টাকার জন্য কোনো মারামারি!
টাকা! টাকা!! টাকা!!, কত টাকায় পেট ভরবে রে,
টাকার কুমির বাবু তোদরে বেতন কেন এতো বেশী ?
তোমরা থাকো এ. সি. ঘরে, কুলার গাড়ি চড়ে
আপনাদের এত বেতন কেন, বুঝে না উঠি শেষে।

ডাক্তারী পড়ার সময়, অনেক টাকা ঘুঁষ দিয়েছো,
এখন তোমারা তা ভরছো,গরীবের রক্ত চুষে।
মানুষ হও আগে তোমরা, তোমাদের হওয়া প্রয়োজন,
রোগীর শরীরকে শুধুই ভাবো যে খেলার জিনিস।

 একটা কথা বলি বাবু শোনো দিয়া মন, 
তোমাদের থেকেও,বেতন বেশী হওয়া চাই আসল সেবক- সেবিকা _
সাফাইকর্মীবৃন্দ আর দেখভালকারী মাসিদের।
রোগী সুস্থের প্রত্যক্ষে সব থেকে তাৎপর্য বেশী তাদের,
তাদেরকে হার্দিক ধন্যবাদ ও কৃতঞ্জতা জানাই।

শরীর নিয়ে ব্যাবসা ডাক্তারের, কন্ডিশনটা বেশ জমকালো_
৫০% কমিশন নাও তাই তো  প্রবেশ মূল্যেই সব আদায় করো।
তাই শোনো হে ডাক্তার, আমি ভাবিয়া দেখলাম_
তোমাদের কারনে ভিঁটে-মাটি ছাড়া উদবাস্তু মানুষ সকল।

তাই আমার হিসাব  সূক্ষ্য অতি তোমারা কর চিকিৎসার নামে
কারবারি ! 
গরীব-দরীদ্রের টাকা, টাকার ভিখারীদের মতো নাও,এই শুধু মনো-ইচ্ছা বেশীরভাগেরী।
তাই তোমরা পাবে ০.১% কৃতঞ্জতা, আর একরাশ সহানুভূতি।
৯৯%  এর বেশী কৃতঞ্জতা জানাই সেই সেবক-সেবিকাদের।

তোমরা আগে মানুষ হও ডাক্তার, আসল মানুষ মনুষত্বের আধার,
তাই তোমরা বড়ই অপরাধীরে, তোমাদের কোনো ক্ষমা নাইরে।
মানবিক হও, একাত্মতা লাভ করো, তবেই তো হবে প্রেমী।
         

কোন মন্তব্য নেই: