আমরা
*******
এভাবেই ভালো থাকব ভাবি
আমার গ্রামের পাশে নদী, শালমহুয়ার বন আর আমার পাশে অভিজিৎ, মঞ্জুরুল।
একজন বন থেকে কাঠপাতা আনে,তারপর শহরে যায় ।ওর পায়ের শব্দে উজ্জ্বল হয়ে ওঠে দুটি কৃষ্ণ ভ্রমর চোখ। আর জন সারারাত মৃদু লণ্ঠনের আলোর ভরসায়
জাল ফেলে ,হালধরে বসে থাকে।আমি আদিগন্ত মাঠজুড়ে সোনালী ফসলের স্বপ্ন
নিয়ে বাঁচি।আমাদের মাথার উপর আকাশ, আমাদের পায়ের নীচে মাটি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন