পলাশ
*******
চৈত্রদিনের দগ্ধ গন্ধ ছড়িয়ে যাচ্ছে
তোমার আশ্চর্য রঙের রেণু মেখে
কত চিহ্ন কত দাগের অক্ষর ফুটে উঠছে
তোমার দু'চোখের শব্দময় শব্দের অন্তর্লীনে
দহনবেলা পেরিয়ে কুড়িয়ে নিচ্ছি রোজ
দুঃখের মথিত পালকের মূর্ছনা
বিমূর্ত -বিভঙ্গের গূঢ় আধারে আজকাল
বিহঙ্গের মতো গাছে গাছে ফুটেছে পলাশ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন