নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

অসীম মালিক



শিমুল ফুলের ভায়োলিন 
*******************            
                 
               ( এক ) 


নড়বড়ে ঠোঁটের সেতু , 
ব্যথাহত কথারা পারাপার হতে না পেরে 
চোখের সূচিপত্রে -জল অক্ষরে লেখা । 

ঠোঁটের ওঠানামা , 
যেখানে চোখের থেকেও নীরব 
সেখানে চোখের পাতা ওল্টাই । 
দেখি , চোখের নদীতে ভাসে 
একগুচ্ছ পলাশ ফুল । 

ঠোঁটের সেতুর প্রতি 
আর আমার ভরসা নেই ! 
আজ ওই সেতু দিয়ে 
শুধু চাঁদ পারাপার হয় । 

চোখের নদী সাঁতরে কুড়িয়ে আনি 
বৃন্তচ্যুত একগুচ্ছ শিমুল ফুল । 
                
               ( দুই ) 

দোলপূর্নিমার চাঁদ বাজায় , 
শিমুল ফুলের ভায়োলিন । 
কী বিষন্ন সেই সুর ! 
আমায় স্মৃতিতে চমকায় । 

পুনরায় উল্টে দেখি – 
তোমার চোখের সূচীপত্র । 
ধূসর চরাচরে 
একাকী বিষন্ন মনে শুনি – 
শুকনো পাতার সানাই । 

                ( তিন ) 

ঝরাপাতার জলসাঘরে 
ভেসে আসে কোকিলের বিষন্ন সুর । 
অদূরে কৃষ্ণচূড়ার ডালে 
কচিপাতার দোতারা বাজায় 
দক্ষিনা বাতাস ! 
বাসন্তী আকাশের নীচে আমাকে বাজায় – 
বৃতি খুঁজে পাওয়া অশোকফুল । 

ঝরাপাতায় সওয়ারি হয়ে দেখি 
আমার প্রিয় রাধাচূড়া 
আজ তোর কানের দুল ।

কোন মন্তব্য নেই: