~*** বসন্ত মনে ***~
********
বসন্ত এসেছে আকাশ জুড়ে
শিউলি পলাশ ফুলেদের ভিড়ে,
আবীর রঙে মেঘ ছেয়ে যায়
মনের মাধুরী মন'কে রাঙায় ।
সেই খেলাঘর - একই খেলায়
মন পড়ে থাকে গোধূলি বেলায়,
বসন্ত এসে বলে কানে কানে
এই তো আমি , চেনা ফাগুনে ।
খুশির ছোঁয়ায় দোলাও হৃদয়
বসন্ত মানে'ই - কী হয়, কী হয়,
সাঁঝের বেলা'তে মায়াবী সুর
হাতের নাগালেই অনেকটা দূর।
সোহাগে ভ'রেছে দখিনা বাতাস
তোমার পরশে'ও মধুর সুবাস,
চোখ ছুঁয়ে যাক্ স্বপ্ন এসে. . .
তোমার আমিতে - রাত্রি শেষে ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন