বসন্তের ডাক নিমন্ত্রণে
*******************
নিছক প্রেমের গল্প সেদিন,
রাত ভাঙা স্বপ্নে এলো,
পল্লী স্রতের শুষ্ক আবির,
বসন্তের নিমন্ত্রণ পাঠালো।
প্রেম কি শুধুই জড়িয়ে ধরা?
কাছে থেকে পাশে শোয়া!
ভেজা ঠোঁটে, ঠোঁট গোজা
এই কি শুধুই ভালোবাসা?
এই তো মিছে মিলন মনের,
ইচ্ছে ফুরোলেই নতুন আদর খোঁজে,
যেনো কুঁড়িয়ে পাওয়া পথের পারে,
অতিষ্ঠ মনের জীবন্ত হৃদয় পোড়ে।
তখন, মেঘ লজ্জায় আকাশ সাজে,
মাইল কতেক দূরের শহরে,
রাত নামে চাঁদের আড়ালে,
সারা বেলার ক্লান্ত চিঠি,
শেষ বসন্তে এলাই ঝরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন