নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

✍️✍️সম্পাদকীয় ...






"এরপর ঝরতে ঝরতে পাতা ,শহরে বিষন্ন মেঘ
পর্ণ মোচী ,নতুন করে বৃষ্টির ফোটায় ,মিশেছে আবেগ ।
মনখারাপি বিজ্ঞাপনে প্রেম হয়েছে জ্যান্ত ,
শিশির ভেজায়নি পা ,ভুল ,ফুলে এলো বসন্ত " ।।


শীত চলে যেতে যেতে পাতার ঝাড়ার শব্দে যেমন ভরে যায় অরণ্য ,মাঠে দূর্বা ঘাসে তখন হাসি হাসি মুখে ফুল ফোটে। আমের মুকুলের গন্ধে ঘুম ঘুম চোখে ভেসে আসে বাসন্তী মেলা ,কিংবা চরকের ঘুরপাক । রং বসন্তে অবিরে ছুঁয়ে দেওয়া প্রেমিকার গাল ,রাঙাতে রাঙাতে সংসারী হয়ে উঠে ভাঙা চোরা সম্পর্ক গুলো । আর গোল্লা ছুটের মাঠে নেমে আসে মৃদু বাতাসের উদ্বেল হওয়া । ভেসে যাওয়া রোমাঞ্চিত অতীতে ,কিংবা নতুন করে ফুলের সুবাসে ফের ভালোবাসায় ।

রক্ত পাত ,মিছিলের মুষ্টিবদ্ধ হাতেও জেগে ওঠে বাৎসরিক বাজেটের দিক নির্ণয় ,নতুন স্ট্র্যাটেজি ,তারপর নতুন বছরে রোদমুখর দিনের শুভেচ্ছা এর মাঝেই ভুল ,ফুলে বসন্ত আসে । মনখারাপি রাতের অক্সিজেনে সাজে তাজমহল ।


তাই এবারের নিকোটিনের সংখ্যা "বসন্ত " তোমার আমার ভিতরের কিছু কথা নিয়ে । সকল কবি/সাহিত্যিক ও প্রিয় সাহিত্য প্রেমী মানুষদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন । অনেক গুণী জনের লেখায় আবার ফুলে ফুলে ভরে গেছে এবারের সংখ্যাও ।
এভাই পাশে থাকুন ,ভালো থাকুন ,ভালো রাখুন প্রিয়মানুষটিকে ।


                                             ধন্যবাদান্তে ,
                                             ঈশিতা দাস
                                           (সহ-সম্পাদিকা)

সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা,

ননিকোটিন ও নিকোটিন পরিবার

কোন মন্তব্য নেই: