নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

স্বপন রায়




বসন্ত আসে যায়
***************



কোকিল আবার ডাক দিয়েছে গাছে শাখে শাখে,
বাঁশির সুরে মনের কোণে আঁছড়ে পড়ে ঢেউ ৷
পুঞ্জিভুত মেঘের নীচে আমার আকাশ থাকে,
নির্জনতায় রঙ মাখাতে আসছে ছুটে কেউ ৷
আয়নাজলে উঠছে ভেসে একটি শিশুর মুখ_
যেমন ভাসে আমের গাছে আসন্ন মুকুল ৷
নদীর মতো ভেঙে আবার আশায় বাঁধি বুক,
নির্নিমেষ কুড়িয়ে চলি লাল পলাশের ফুল ৷
ফাগুন জ্বালে আগুন মনে পোড়ায় সমস্ত,..
বাসনাগুলি গুল্ম হলেও ইচ্ছেরা উদ্গ্রিব ৷
চাঁদ ছুঁতে যাই জানিনা সে অসীম দুরঅস্ত,
তুফান কখন ভাসায় জলে আমার বালির শিব ৷

কোন মন্তব্য নেই: