সংরাগী বসন্তের
বৃষ্টি ফেরা আকাশ
মুক্তির মেঘ কাটিয়ে
পারলে করিস তোরা
মাদারি কেটে নেড়া পোড়া
মন পলাশী দাড়িয়ে পাড়ে
ওর নাকি আজ ঘরে ফেরা
রঙ ফেরা আজ বিধবা আকাশ
দিস যদি আজ আবির থালা
খোলা আকাশের বুকে
বাঁচে যদি কিছু রঙ
শিল্পী আঁকা তুলির টানে
একটু দিস
গালে মুখে চিবুকে লাগিয়ে
দেখ দূরে বাঁশির সুরে
বসন্ত বনানী ডাকছে তোদের
সংরাগী পার্বণে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন