নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

রুনা দত্ত




দোল
******




বসন্ত এলে আজও মন হয় যে  চঞ্চল,
 মন জুড়ে থাকে শুধু আবির আর দোল।
শীতের বিদায়কালে ঋতুরাজ আসে দোরে,
 প্রাণ খুলে ডেকে নিই তারে আমাদের ঘরে।

 শিমুল পলাশ আর কৃষ্ণচূড়ার ফুলে,
 ফাগুনের রঙ কেউ ঢেলে দেয় গুলে।
 কোকিলের মধুর তানে আমাদের মনে,
  আবিরের রঙ লাগে প্রতি ক্ষণে ক্ষণে।

  ঘাসে ঘাসে ফুলে ফুলে রাঙা প্রজাপতি উড়ে,
  রাঙা মুখে রাঙা হাসি, প্রাণ যে সবার ভরে।
  রঙ লাগে আকাশে বাতাসে আর বনে বনে,
  রঙ লাগে তোমার আমার হৃদয়ে আর মনে।

  কারো কাছে দোল খেলা, কারো কাছে হোলি,
 আবির আর ফাগে যেনো আজ রঙের রঙ্গোলী।
  ভেদাভেদ ভুলে সবাই আজ কাছাকাছি আসে
  দেয় রাঙিয়ে একে অপরকে শুধু ভালোবেসে।

 লাল নীল গোলাপী আবিরে হৃদয় আর প্রাণে
  বাজে সুর আনন্দে খুশীতে আর গানে গানে
 বসন্তের সুরে, রঙের বাহারে মন হয় উজ্জ্বল   রঙীন
 মনের মধ্যে ডানা মেলে যতো স্বপ্ন অন্তঃবিহীন

  মনের মণিকোঠায় দোল যেনো মধুর আবেশে,
 থেকে যায় আজীবন ভালোলাগায় ভালোবেসে।
  ফিরে আসুক দোলের এই শুভ মুহুর্ত বারেবারে,
  চঞ্চল মন আনমনা হোক বসন্তে আর আবিরে ।

   

কোন মন্তব্য নেই: