বর্তমানে ছুটছে কালি
আবল-তাবল কবিতা লেখা।
বর্তমান তো অনেক কিছুই
চাকরি নিয়ে চাকর হবার স্বপ্ন দেখা।।
বর্তমান উন্নয়নী
রাস্তা-ঘাটে, আর দান-ধ্যানে।
কদিন চলবে নির্বাকতা
দুহাত দিয়ে দান গ্ৰহনে।।
'বর্তমান' তো বর্তমানে
বর্তমানই শেষ কথা।
বর্তমানে প্রশ্ন ওঠে
এক্তিয়ার, আর ব্যক্তিগত স্বাধীনতা।।
বর্তমানে আমরা স্বাধীন,
তবু ভয় গিলছে সবার মত।
বর্তমান ভবিষ্যৎ- শূন্য
মরিচীকার মতো শূন্য সে পথ।।
এইযে তোমরা বর্তমানী
বর্তমানেই ডুবে আছো।
একটা কথা, অতীত দেখে
ভবিষ্যতে আবার বাঁচো।।
এদিক ওদিক না তাকিয়ে
উপযুক্তে ব্যালট ভরো।
পরিবর্তন আবার হবে
নিজের প্রতি ধৈর্য ধরো।।
অপেক্ষা করো তোমরা সবাই
ঝড় আসবে অতীত-রাজের।
গনতন্ত্র বুঝিয়ে দেবে
গনতন্ত্র-ই শুধুই কাজের।
বর্তমানে মত-বিভেদ
বর্তমানেই লোপাট যাবে।
অন্তরে ও বাহিরে সবাই
সাম্যতাকে খুঁজে পাবে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন