নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

স্বপ্নানন্দ :শুভম চক্রবর্ত্তী






মধ‍্য রাত্রি,

স্বপ্নে দেখা এক রাজ‍্য।

যে রাজ‍্যে মন্ত্রীরা সব প্রতিভাবান।

মন্ত্রীগন রাজ‍্যকে মাতৃতুল‍্য এবং

প্রজাদের ভাতৃতুল‍্য সম্মান দেয়।

সে রাজ‍্যে যে যে বিষয়ে সর্বজ্ঞ এবং শ্রেষ্ঠ

সে সেই বিভাগীয় মন্ত্রী।

সে রাজ‍্যে গনতন্ত্র আছে উপযুক্তের পক্ষে।

সে রাজ‍্যে মানুষ দানে নয় মন্ত্রী

মন্ত্রীর সহযোগিতায় এবং আত্ম-অধিকারে বাঁচে।

সে রাজ‍্যে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজমান।

মন্ত্রী, জনগন সবাই গনতন্ত্রের গুরুত্ব বোঝে।


শরীরে আনন্দের শিহরন,

বুকে ধামসা-মাদলের ন‍্যয় কম্পন,

হটাৎ ঘুম ভাঙে বসা,

আর গালে হাত।।

কোন মন্তব্য নেই: