নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

কবিতা বর্ণন.... শুভম চক্রবর্ত্তী



কবিতা তুমি কল্পনা না সৃষ্টি?
কবিতা তুমি বসন্ত না বৃষ্টি?
কবিতা তুমিকি হাসনুহানার গন্ধ?
কিংবা তুমি পলাশ রাঙা ছন্দ।
কবিতা তুমি বিদ্রোহী না প্রেমী?
ছন্দ মিলেছে গিয়েছে কখনো থেমে।
কবিতা তুমি উন্মাদ না শান্ত?
কখন তুমি মুক্ত কখন ব‍্যক্ত‌‌‌।
কবিতা তুমি কি বৃদ্ধ নাকি যৌবন?
নাকি কলম ঠেঙিয়ে প্রতিবাদে তুমি উদ‍্যম।
কবিতা তুমি বাচাল নাকি মৌন?
তুমি জোয়ার নাকি গৌন?
যদি হয় কলায় 'কলা' নির্মাণ
কবিতা তোমার থাকবে নিজ স্থান?

কবিতা এখনো বৃষ্টি বাদল হচ্ছে,
এখনো সংগ্রামে হাজার মানুষ মরছে।
এখনো নৈতিকতায় হানী,
এখনো মানুষ বেইমানি।
কবিতা এখন কলম হয়েছে ব‍্যস্ত
প্রকৃতি তার নিজের খেয়ালে চলে,
মানুষ এখন মৃত 'সুকান্ত'
কলম এখন শেখানো কথা বলে।
কবিতা এখন পৃথিবী চায়না তোমায়
কবিতা তুমি সৃষ্টির জীবাশ্ম,
কবিতা এখন কবিরা কর্পোরেট
ছন্দ এখন মৃত্যুতে বিষন্ন।

কবিতা এখন ভাবনা কি কথাবলে?
নাকি বিকৃতিতে আপনবেগে চলে।
কবিতা এখন প্রেমকি কাছে আসে?
নাকি অন্য কারোর যৌনতাতে ভাসে।
কবিতা তুমি কি পাচ্ছ খেতে?
নাকি বাবুরা সব তালা লাগায় গেটে।
কবিতা তুমি কি এখনো বিদ্রোহী?
নাকি সন্ত্রাসীদের বেত্রাঘাতে প্রতিবন্ধী।
কবিতা কলম ছেড়ে তুমিকি ধরেছো লাঠি?
নাকি বাবুরা সব তোমায় করেছে বন্দী।

কবিতা যদি আমারা তোমায় প‍্যানচ‍্যেটেতে ডাকি,
আসবে তুমি কবিদের হাতধরে?
নিভবে নাকি জলন্ত মোমবাতি,
পাবো জবাব সাদাখাতা ভোরে?
কবিতা তুমি বলছো তুমি জীবিত,
কিন্তু তোমার অস্তিত্ব গেছে মরে।
মানুষ এখন বিবেকহীন মৃত রাজা,
মেরুদণ্ড হীনতায় সমাজ গিয়েছে ভরে।
কবিতা তুমি এরকম জীবিত?
তবে দোহাই তোমার গ্রহন করো মৃত্যু।
আমি আজও আদর্শে বিশ্বাসী,
কবিতা তুমি তাহলে আমার শত্রু।

কবিতা তুমিকি করছো রাজনীতি?
মহাভারতের বিষাক্ত সেই ঢঙে।
তুমি এখন স্বাধীন নাকি বন্দি?
অদৃশ্য কোনো রাজনৈতিক রঙে।
কবিতা তুমিকি মানুষের অন্তরে?
নাকি পারার মোড়ের দেওয়ালের রঙ-তুলি।
এরা দেয় মিথ্যা প্রতিশ্রুতি,
তুমিকি ওদের কোনো রঙচঙে বুলবুলি?
কবিতা দোহাই তোমায় ছেড়ে দাও রাজনীতি
ওরা চলে আপন আপন ছলে,
আজও বানায় মানুষকে ওরা হদ্দ
কবিতা ওরা সব মিথ্যেকথা বলে।

কবিতা, কবিরা এখন ভাব প্রকাশে ব‍্যর্থ,
কেউবা লেখে ছন্দে কিংবা আবেগ।
কেউবা বলে অসামাজিক পদ‍্য,
কটুক্তি আর মিথ্যা নানান ভাবে।
কবিতা অনেকে আবার অনুবাদে বিশ্বাসী,
কলম এখন ছেড়েছে নিজেসত্ত্ব।
বিদেশী লেখায় অনেক দাম আসে,
কবিরা এখন চোখ ট‍্যারাতেই মত্ত।
কবিতা তুমিকি শীতের দেশে আছো?
বেরোবে কবে শাল-মুড়ী খুলে।
একবার নাহয় হটাৎ উঠেবসো,
চশমা পরো হালকা হাই তুলে।

কবিতা তুমিকি আগের মতোই সত‍্য?
নাকি মেপে-ঝেপে মিথ্যে কথায় পোক্ত।
কবিতা আজও তোমায় বুঝিনি আমি,
তাইতো আমার কাছে আজও প্রশ্ন তুমি।
একটা কথা হালকা আবদারে
কিছু মানুষ আজও তুমি হীনতায় মরে।
কথা দাও তুমি রাখবে প্রতিশ্রুতি- 
ওদের হাত ধরে তুমি পৌঁছোবে আবার
সবার সবার সবার অন্তরে।।

কোন মন্তব্য নেই: