নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

জীবাশ্ম : সাব্বির সেখ

            আমিও একদিন এই আবেগহীন সভ্যতার ইতিহাস রচনার প্রত্নতাত্বিক উপাদান হবো,
জীবাশ্ম হয়ে ঠাঁই নেবো কোনো পাললিক শিলার ভাঁজে,
সেদিন আমার অবয়ব ছাপা থাকবে কোনো পাথরের গায়ে,
হৃদয়ের ভালোবাসা গুলো প্রস্তরীভূত হবে প্রবল চাপে ও তাপে,
তবুও শিলার প্রতিটি রন্ধ্রে খোদাই করা থাকবে নির্ভেজাল ভালোবাসার চিহ্ন.
সেদিন হয়তো যান্ত্রিক পৃথিবীতে থাকবে না কোনো নিখাদ ভালোবাসা,
শুধু এই হৃদয়ের ভালোবাসা গুলো টিকে থাকবে কোনো পাথরের গায়ে জীবাশ্ম হয়ে.

1 টি মন্তব্য:

Azra Humayra বলেছেন...

অসাধারণ।। নিছক প্রেমের কবিতা কিন্তু তবুও কেন জানি প্রেমের নয়।।