কৃষিক্ষেত গুলি
আজন্মকাল কোলের কাছে
হলুদ রং মেখে সম্পৃক্ত হচ্ছে...
রাস্তার ধারে অপলক ফুটপাত-
অবশিষ্ট বৃষ্টিগুলো নদীর জলজকলার
দীর্ঘছায়ায়
তবুও
ভৈরবী গান করে তানপুরা আর
সংসারি আঙুল
নদীগর্ভ আর গেরস্ত শরীর
আক্রান্ত রিপু থেকে তুলে নেয়
গরিষ্ঠ সাধারণ গুনিতক
পড়ে থাকে
প্রাচীন অস্থিরতার প্রতিসৃত নাড়িটান
হে পরম পুরুষ
অন্ধকার ও দায়বদ্ধতা থেকে
সামনে দাঁড়িয়ে
গোধূলির ক্লান্তি
দক্ষিণমেরু আর-
আমার বিক্ষত ব্যক্তিত্ব...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন