নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

ব্যাথা দাও আগের মত:- কৃষ্ণ বর্মন



যদি তুমি কাছের বলেই ভাবো
তবে ব্যথা দাও না কেন আগের মত।
তোমার দেওয়া ব্যথাই তো মনে করায়
আমি কাছের তোমার খুব কাছের কেউ।
আজকাল ঠিক বুঝে পাই না
তুমি ব্যাথা দিতে ভুলে গেছো
না ব্যথা পেতে পেতে আমি ব্যথাকেই ভুলে গেছি।
তোমার দেওয়া কোনো ব্যথাকেই আজ ব্যথা বলে মনে হয় না।
কে জানে তুমি দূরে সরিয়ে দিলে
না আমিই সরে গেলাম দূরে।

ব্যথা পেতে পেতে এখন ব্যথার নেশারী হয়ে উঠেছি আমি
ব্যথাহীন সময়কে বড় দুঃসহ মনে হয়।
মনে হয় তুমি বুঝি সরে গেছো বহুদূরে
নির্বাসিত করে আমায় ব্যথার নিস্তরঙ্গ সমুদ্রে
অথবা ব্যথা দিতে দিতে তোমার অনুভূতিরা নির্বিষ হয়ে গেছে
তাই তাঁদের দংশনের চিহ্ন থাকলেও
ব্যথা নেই লেশমাত্র।

তোমার দেওয়া ব্যথাগুলো সযত্নে রেখেছি আজ
হৃদয়ের নিশ্চিদ্র প্রহরায়
স্মৃতির সমধুর সিন্দুকে,
মাঝে মাঝে খুলে দেখি তাঁদের
আর ব্যথাহীন বেদনা নিয়ে ভাবি
তুমি কি দূরে সরিয়ে দিলে
না আমিই সরে গেলাম দৃরে।

যদি তুমি আজও কাছের বলেই ভাবো
যদি আজও অনুভবে রাখো অবিরত
তবে যত দূরেই যাও না কেন সরে
আজও ভুলোনা দিতে ক্ষত
আপন বলেই ভাবো যদি
ব্যথা দাও আগের মত।

কোন মন্তব্য নেই: