আকাশের কালো মেঘ —
দূর থেকে দেখা হয় ,
কিন্তু কেন তাহা !
কেহই বুঝার চেস্টা করি না ।
ঠিক মন ভেঙ্গে পড়ে —
যখন কেউ আঘাত করে যায় ।
মানসিক চাপ প্রখর ,
রৌদ্রের চেয়ে প্রখর ।
এই বুঝি উঠে দাঁড়াবো ,
পারা হয় না ।
হেরে যায় বারে বারে ,
তবু এগিয়ে যাওয়ার জয়গান গায় ।
আমিত্ব নই —
জাগ্রত হউক মনুষ্যত্ব ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন