নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

ক্লান্ত দুপুর ও রাখাল ছেলে....: কুনাল গোস্বামী





শূন্য উঠোনে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে কিছু মাটির খেলনা আর পুতুল 
তা নিয়ে খেলতে ব্যস্ত ক্লান্ত দুপুর, 
দূরে কোথাও শোনা যায় হিংস্র সমুদ্রের অগণন উত্তাল ঢেউ'য়ে সর্বস্ব হারানো নাবিকের আর্তনাদ 
তাতে আর কিইবা আসে যায় নির্বাক নির্জন বালুকা তটের
দর্শকের আসনে বসে রঙিন চলচ্চিত্র দেখতে কারই না ভালো লাগে?
ভালো লাগে সবারই তো বটে!

ছবির মতো সুন্দর গ্রাম, পরদে পরদে মাটির সুগন্ধ 
দু'দিকে সোনালী ধানক্ষেতের বুক চিড়ে ঐ দূরে এগিয়ে গেছে আলপথ
একমুঠো গোধূলির আলো তার ছোট্ট অন্ধকার কুঁড়ে ঘরে নিয়ে যাবার আশে
ছুটে চলে রাখাল সেই পথে
হঠাৎই বিস্ফোরণ ঘটে দিগন্তের শূন্য প্রান্তরে 
ছিন্নভিন্ন হয়ে যায় ঘর ফেরা পাখিদের শব
সেই বিস্ফোরণের সাদা ধোঁয়ায় হারিয়ে যায় রাখাল ছেলে
তাতে কিইবা আসে যায় অন্ধকারের ;

সেই ক্লান্ত দুপুর, সেই রাখাল ছেলে এখনও হয়তো বর্তমান 
যেখানে হিংসা নেই, নেই কোনো ক্ষমতা লাভের লোলুপ দৃষ্টি 
যেখানে সেই ক্লান্ত দুপুরের কোলে মাথা রেখে নির্ভাবনায় ঘুমোতে পারবে সেই রাখাল ছেলে

কোন মন্তব্য নেই: