সহস্র স্মৃতির ব্যয়ভার তোমার-ই চরণে,
বসিয়া আছো তুমি হৃদয়-আসনে
আমার এই কলমে গল্প তোমার নিশীদিন
উষ্ণতা বাড়িয়ে পুনঃআগমনে স্বাদরে গ্রহণ-- তোমায় নিকোটিন।।
বসন্ত সন্ধ্যায় সুমধুর স্বপ্ন শয়নে
একাকী হৃদয়ের কাব্য উড়ে বেড়ায় তোমারই বিচরণে।
লহ প্রণাম মোর, ধন্য করো এই তুচ্ছরে,
বাসিয়া ফেলেছি ভালো, মনেরই অগোচরে।।
শক্তি দাও লিখি তোমার বিজয় উল্লাসের গল্পকথা,
লিখি হাজার প্রেমিকার বিরহের কথা।
মোহের মরিচীকায় ক্ষান্ত হোক ক্ষণিক মিলন,
নিকোটিনের জ্বালায় নিপাত যাক এই
'শুষ্ক যৌবন'।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন