নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

প্রেমিকা : রবি মল্লিক




আষাঢ়ের তপ্ত দুপুর পেরিয়ে যখন বিকেলে
কৃষ্ণ কালো মেঘ জমাট বাঁধে গগন আঙিনায়;
বলাকা সারির ছুঁয়াছুঁয়ি খেলা,
দিঘির জলে হাঁসেদের মেলা,
আর স্নিগ্ধ শীতল উত্তাল বাতাস তোমার
আগমনের বার্তা দিয়ে যায় আমার জানালায়;
এই নিয়ে আমাদের সম্পর্কের মেয়াদ বছর পঁচিশ,
তবু আবিস্কার করেছি তোমায় সহস্র ভিন্ন রূপে!
খুঁজেছি তোমায় নতুন করে চেনার পথের হদিশ,
পেতেছি প্রেমের বাসা আমার হৃদয় দ্বীপে৷
                                                   
তোমার মেঘের কাজল পরা চোখের অপলক দৃষ্টি,
পাগলা হওয়ায় গাছগুলিতে উড়ন্ত কেশের বাহার,
বিদ্যুতে বুনট করা আঁচল,
মায়াবী চোখের চাউনি সজল
আর মেঘের ভেলায় চড়ে তোমার ভেসে যাওয়া,
মনে করিয়ে দেয় আমাদের প্রথম আলাপের উপহার;
আজও তুমি নবরূপে চিনিয়েছ নিজেকে আমার কাছে,
আঁচলে বিদ্যুতের সংখ্যাও বেড়েছে অনেকটাই!
রূপের নকশা এঁকেছি মন দিয়ে; ভুল হয়ে যায় পাছে
ক্যানভাসে পার্থক্য স্পট, ভিন্ন প্রায় সবকটাই৷

কোন মন্তব্য নেই: