নোটিশ বোর্ড

" নিকোটিন 2.0 এর নতুন প্রজেক্ট "ক থা হো ক" এর জন্য শীঘ্রই আপনার সেরা লেখাটি এক্ষুনি mail করুন nicotinemagz@gmail.com এ প্রতিদিন সকালবেলা প্রকাশিত হবে

পথ হারিয়েছে যে নক্ষত্ররা :অতনু নন্দী






পড়ন্ত বিকালের রোদে ময়দানের পাশে 
ফুটপাথ ধরে একদিন হেঁটে ফিরছি , হটাৎ দেখা হয়ে যায় ক্লাস এইটের স্কুলছুট এক বান্ধবীর সঙ্গে । 
ব্যাগ থেকে একটা ডাইরি খুলে আমার দিকে এগিয়ে দেয় সে, 
লেখা দেখে আমি চমকে উঠি -

যেদিন  দূর থেকে দূরবর্তী হয়ে গেছে
সম্পর্ক এর জেটিঘাট , 
সেদিনই  আমি বরফ প্রতিমা হয়ে গেছি । 

এ যেনো অনন্তের অভিমান , পুড়ে মরে 
আমার স্বত্ত্বা ।  
প্রশ্ন করেছিলাম কোন পত্রিকায় লেখা দিস' না কেন  ? 
উত্তরে বলে গেল 
আঁধার আমার ভালো লাগে । 

সেদিন ভাঁটিখানায় গিয়েছিলাম সন্ধ্যা বেলায় 
এক ছিপছিপে তরুণ বাংলা খেয়ে 
বলে চলেছে- 

বুকে মৃত নদী রাখি ,
পুড়ে যায় ইহকাল 

ছুটে গিয়ে জড়িয়ে ধরি তাকে , বলি আকাশে তাকিয়ে দেখো পূর্ণিমা মেলেছে ডানা , 
আর এক পেগ চুমুক দিয়ে সে বলে ওঠে - 

আমি দেখি ছায়াপথ 
মিশে যাই মৃত নক্ষত্র'র দেশে 

শুনে আমি বাকরুদ্ধ হয়ে যাই । 
তার কবি জন্মের কাছে মাথানত 
করে ফিরে আসি । 

দিনের কোলাহল ফুরিয়ে আসে রাত গভীর হলে,  মুঠোফোনে আমি ফেসবুকে প্রিয় কবিদের টাইমলাইনে ঢুকে পড়ি কবিতা 
ঈশ্বরকে খুঁজবো বলে , 

হটাৎ কোন তরুণ অনামি কবির পেজে চোখ আটকে যায়,  
কি অনায়াসে সে লিখে রেখেছে -

বুনো আঁধারে ঢেকে গেছে আমার পুংজন্ম 
তাই আজ  আর রোদ্দুর খুঁজি না । 

তিন চার বার অনায়াসে পড়ে ফেলি 
মুগ্ধতা গ্রাস করে আমায় ।
জীবন পিতার মতো জড়িয়ে ধরতে ইচ্ছা করে তাকে । 

সুন্দরবনে পিকনিক করতে গেছি বন্ধুদের সাথে জানুয়ারির শেষে , 
স্টিমার থেকে জঙ্গলে নেমে এসে দেখি 
হোগলা পাতার উপড় পড়ে আছে অসমাপ্ত একটি কবিতার কএকটি লাইন, 
প্রেমিকার মতো আঁকড়ে ধরি ।

দেখি কবি লিখে গেছে -

এসো প্রিয় স্বদেশ 
সবুজে বোনা সোয়েটার হয়ে,
শিকারীর গল্পে হিম ঢেকে রাখি ..

আমি অরণ্যে পাগলের মতো খুঁজতে থাকি কবিকে , মৃত্যু ভয় উড়ে গেছে তখন  
একটি বার তার চরণ ছোঁব বলে ।

কোন মন্তব্য নেই: