১
এরপর উষ্ঞতা
সব উষ্ঞতার ভেতর তলপাড় হয়
এমন কথা নয়
বহুবিধ উপকরণ সাজানো
যেমন একটি গাছের আজুহাত
"আমি হীন মৃত্যুসয়ংবর "
২
চলো লাফায় সমঝতা করি
এর দুয়োর তার দুয়োরে ঘুরে অশ্বক্ষুরে বেঁধে দিই দ্রুততা
উষ্ঞতা ,বাতাসের সুরে ম্রীয়মান হোক
চলো লাফায় গণিতের মেরুদণ্ডে |
৩
তোলপাড় , দর দর ঘামের হৃদয় লুকানো
যজ্ঞ চলুক অভিমানের অভিযজ্ঞ
দুটি হাতের উপর মনাকুল
এও তো উষ্ঞতা
ছুঁয়ো না
কেমন যেন লাগছে |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন